আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু।
এই ব্লগ সাইটের মূল উদ্দেশ্য হলো—
ইসলামের সৌন্দর্য তুলে ধরা, ভুল ধারণা দূর করা এবং প্রামাণিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া।
একটি সহিহ ও নির্ভুল ইসলামিক রিসোর্স তৈরি করতে নিয়মিত গবেষণা, রেফারেন্স, লেখা, রেকর্ডিং এবং ওয়েবসাইট পরিচালনা প্রয়োজন হয়।
এই পুরো কাজটি আমি একাই পরিচালনা করি—আল্লাহর ওপর ভরসা করে এবং আপনাদের দোয়ার ওপর নির্ভর করে।
আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবার আছে। তাদের ভরণপোষণের দায়িত্বও পালন করতে হয়। সারাদিন চাকরি বা ব্যবসায় সময় দেওয়ার ফলে গবেষণায় বেশি সময় দিতে পারছি না। বিশ্বাস করুন— যদি রোজগার নিয়ে চিন্তা করতে না হতো, আমি সারাদিন গবেষণার কাজেই নিয়োজিত থাকতাম।
এই গবেষণাগুলো আপনাদের জন্যই। ইসলাম সম্পর্কে ভুল ধারণা বা সংশয় দূর করতেই আমার এই প্রচেষ্টা।
দুঃখজনকভাবে আমার কাছে বড় কনটেন্ট ক্রিয়েটর বা নাস্তিকদের মতো কোনো পেশাদার স্টুডিও নেই, নেই উন্নত ক্যামেরা, মাইক্রোফোন, লাইট, বা সরঞ্জাম।
এগুলো থাকলে আমি আরও উন্নতমানের ভিডিও ও গবেষণামূলক কনটেন্ট তৈরি করতে পারতাম ইনশাআল্লাহ।
আপনার ছোট্ট একটি ডোনেশনও
সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে
এবং এই দাওয়াতি কাজকে আরও শক্তিশালী করবে।
ডোনেশনের সময় “Donation” লিখে Send Money করুন।
আমি কাউকে দান করতে বাধ্য করছি না।
আপনার দোয়া, শেয়ার, মন্তব্য—সবই আমার জন্য বড় সহায়তা।
তবে যদি আল্লাহ আপনাকে রিজিকে প্রশস্ততা দেন
এবং আপনি চান এই দাওয়াতি কাজকে এগিয়ে নিতে,
তাহলে আপনার সহযোগিতা সত্যিই মূল্যবান হবে।
আল্লাহ তাআলা আপনার দান, দোয়া এবং প্রতিটি নেক কাজে বরকত দান করুন—
আপনাকে দ্বীনের পথে সহযোগিতাকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।
You can let us know any comments, questions or suggestions through the following:
📩 Email: support@logictvblog.com
▶️ YouTube: @LogicTvBlog
📘 Facebook Page: @LogicTvBN